
দেখতে দেখতে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই মাস। গত বছর এই মাসেই শুরু হওয়া কোটাবিরোধী আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে।
যে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা।
ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সে সময় আওয়ামী লীগ সরকারের গুলিতে প্রাণ হারায় প্রায় দুই হাজার ছাত্র-জনতা। আহত হয় কয়েক হাজার। সেই রক্তাক্ত জুলাই মাস স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন অনেকে। অনেকে আবার তাদের ফেসবুক প্রোফাইল লাল করছেন।
মোয়াজ্জেম হোসেন মানিক নামে একজন ফেসবুকে জুলাই লেখা একটি লাল ছবি পোস্ট করে লিখেছেন, জুলাইয়ের পবিত্র পাখিরা ফিরে এসো৷ অসমাপ্ত কাজ শেষ করে যাও।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে! জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।
জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও তার প্রোফাইল পিকচার লাল করেছেন।