Image description
 

আগামী মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ক্যাম্প চলছে জাতীয় ফুটবল দলের। হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলছে এই ক্যাম্প। পবিত্র ঈদুল আজহার দিনও সেখানে কাটাচ্ছেন তারা। শনিবার সকাল ৭টায় হোটেলের পাশে একটি মসজিদে ঈদের নামাজ পড়েছেন জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। 

ঈদ উপলক্ষে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়সহ স্টাফদের উপহার হিসেবে দেওয়া হয় সাদা পাঞ্জাবি। সেই পাঞ্জাবি পরেই ফুটবলাররা নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন তারা। 

নামাজের পর ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারা। 

ঈদের দিন বিকাল ৫টায় আবার অনুশীলনও রয়েছে জাতীয় স্টেডিয়ামে।