
আলোচিত ও সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এবার দেখা গেল সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।
গত শুক্রবার জুমার নামাজে অংশ নিতে দেখা যায় তাকে, সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়, শামীম ওসমান সানগ্লাস পরে মসজিদের একটি চেয়ারে বসে নামাজ পড়ছেন এবং তার হাতে বাঁধা রয়েছে একটি লাল সুতা।
ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব।
এক সময় নারায়ণগঞ্জের রাজনীতিতে ‘গডফাদার’ খ্যাত এই নেতাকে ঘিরে ছিলো এক ধরনের ত্রাস। ২০১৪ সালে আলোচিত সাত খুন মামলার পেছনে তার নাম উঠলেও, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলেননি।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে, ওসমান পরিবারের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে কিছু মাস পর ভারতের দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় প্রথমবারের মতো দেখা যায় শামীম ওসমানকে।
সেই সময় ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক মোবাইল ক্যামেরায় তাকে ধারণ করেন। ছবিতে দেখা যায়, তিনি গাঢ় গোলাপি রঙের হাফ হাতা শার্ট ও ছাই রঙের প্যান্ট পরে দরগার মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন।
সেখান থেকে তিনি পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। জানা গেছে, তার ভাই একেএম সেলিম ওসমানের দেশটিতে দীর্ঘদিন ধরে যাতায়াত রয়েছে। আসমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথাও জানা গেছে বিভিন্ন সূত্রে।