
আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, এটিএম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগই।
আশা করি, বিএনপি-জামায়াত তাদের নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানী না করে শাহবাগ তৈরির সাথে জড়িতদের বিচার করবে একদিন।