Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিনারুল হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালতে শুনানিকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন। পরে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মিনারুল হত্যা মামলায় আদালতে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মামলায় আইভীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। রিমান্ডের বিরোধিতা করলেও আদালত তা আমলে না নিয়ে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি ওমর ফারুক নয়ন জানান, তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত দুই দিনের মঞ্জুর করেন। এ রিমান্ডের মাধ্যমে মিনারুলকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত তার রহস্য উদ্ঘাটিত হবে। 

গত ৯ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে।