'কপি' করার কপিরাইট একমাত্র মানবজমিনের?

Image description
 

মানবজমিন পত্রিকার ওয়েবসাইটে 'স্টাফ রিপোর্টার' এর লেখা একটি মন্তব্য প্রতিবেদন পড়তেছিলাম যার শিরোনাম, "পদত্যাগ নয়, নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে"।

পড়া শেষে একটি লাইন দেখে আমার চোখ কপালে উঠলো!

লাইনটি হচ্ছে, "অনুমতি ব্যতীত লেখাটি কপি করা সম্পূর্ণ নিষেধ"।

এই লাইন পড়ে মনে হচ্ছে খুবই নীতিবান একটি পত্রিকার একটি সতর্কীকরণ! আমি একটু কনফিউজড হইলাম 'আসলেই কি মতিউর রহমান চৌধুরী সম্পাদিত কপিসম্রাট মানবজমিন পত্রিকার ওয়েবসাইটে আছি আমি?

ইউআরএল চেক করে নিয়ে নিশ্চিত হইলাম। হ্যাঁ, এটি মতি ভাইয়ের পত্রিকা!

তারপর বড় করেই একটা হাসি দিলাম। মনে পড়ে গেল চৌধুরী সাহেবের সম্পাদিত মানবজমিন পত্রিকার কপি/পেস্ট বিষয়ক অনেক স্মৃতি! তখন এএফপিতে ছিলাম। সাউথ এশিয়া ডিরেক্টর ইমেইল করে একটি অনলাইন টুলে আমাকে আর শফিক ভাইকে একসেস দিয়ে বললেন, বাংলাদেশে কোন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে এএফপির কতটা ছবি বিনা অনুমতিতে প্রকাশ করা হয়েছে তার একটা লিস্ট দিতে। মানবজমিনের ওয়েবসাইটে কয়েকশ পেয়েছিলাম। এএফপির ঠিক কতটি ছবি ওরা বিনা অনুমতিতে প্রকাশ করেছে সেই সঠিক সংখ্যাটি এখন আর মনে নেই।

মজার বিষয় হলো, যেই প্রতিবেদনের শেষে "অনুমতি ব্যতীত লেখাটি কপি করা সম্পূর্ণ নিষেধ" লেখা রয়েছে সেই প্রতিবেদনে থাকা মোট ২টি ছবির ২টিই কপিপেস্ট করা!

এরমধ্যে প্রধান ছবিটি ড. ইউনূসের এবং সেটি এএফপি থেকে কপি করা। মানবজমিন এএফপি সাবস্ক্রাইব করে না এবং ইউনূসের এই ছবি সংবাদ সংস্থাটি প্রকাশ করেছিল ২০২৪ এর ফব্রুয়ারির ২৯ তারিখ।

আরেকটি বিডিনিউজ থেকে কপি করা। এখানে আরো মজা আছে! বিডিনিউজের মূল ছবিতে তাদের লোগোর ওয়াটারমার্ক করে দেয়া ছিল। সেই ওয়াটারমার্কের উপরের অংশ পর্যন্ত কেটে মানবজমিন ছবিটি প্রকাশ করেছে! চুরির ভিন্ন মাত্রা!

মানবজমিন কি তাহলে অন্যের মাল 'কপি করার' বা 'চুরি করার' কপিরাইট করে নিয়েছে? মানে, তারা শুধু অন্যের জিনিস কপি করতে পারবে, কিন্তু তাদের ওয়েবসাইটের কোন কন্টেন্ট কেউ কপি করা নিষিদ্ধ!

 

কদুরুদ্দিন শিশির  


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder