Image description

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, “জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না— স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।”

আজহারী তার বার্তায় দেশবাসীকে শান্ত থাকার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতা একবার অর্জন করলেও তা টিকিয়ে রাখা এবং রক্ষা করা আরও বেশি চ্যালেঞ্জিং।

বিভাজনের রাজনীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় সংহতির কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।