Image description

বাংলাদেশকে কেউ তার আইডিয়া বাস্তবায়নের গিনিপিগ বানাতে চাইলে চুপ থাকবেন না বলে জানিয়েছেন এনসিপির নেতা রিফাত রশিদ। 

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

রিফাত বলেন, ‘সরকারের যে উপদেষ্টারা রিফর্মের বাইরে শো-অফ মার্কা কাজকর্ম করে বেড়াচ্ছেন তাদের আটকান, সবাই সংস্কারে ফোকাস করেন। ইলেকশন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেন, স্পষ্ট বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টা হয়ে ফেসবুক বাদ দিয়ে দাপ্তরিক কাজে ফোকাস করেন। আমরা দ্রুততম সময়ে সংস্কারগুলোর বাস্তবায়ন দেখতে চাই। জুলাইয়ের কমিটমেন্ট নিয়ে আর কারো ফাজলামো দেখতে চাই না।’

রিফাত রশিদ আরো বলেন, ‘বাংলাদেশকে কেউ যদি তার আইডিয়া বাস্তবায়নের গিনিপিগ বানাতে চায় তাহলে আর চুপ থাকব না।

এনাফ ইটস এনাফ। আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না।’