
৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২০ মে) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে সরকার। এদিন বাদ পড়া প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারিও করা হতে পারে। আজ সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, ‘৪৩তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নার সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।’
জানা গেছে, ২০২৪ সালের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সেই প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।’
৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন।
এর আগে ৪১তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন।