
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, তবে জেনোসাইড হয়নি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বিষয়টি পরিস্কার করেন।
পোস্টে তিনি লেখেন, ম্যাসমার্ডার ( Mass murder) মানে গণহত্যা, জেনোসাইড ( Genocide) মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা ( Mass Murder) হয়েছে- জেনোসাইড ( Genocide) হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না।