Image description

পুলিশের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তা জেনে-বুঝে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১৩ মে) আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ কেনো ‘কিলার ফোর্স’ হবে? তাদের কাছে শুধু সর্বোচ্চ শটগান থাকবে। ক্ষেত্রবিশেষে রাইফেল থাকতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১২ মে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দিয়ে দিতে হবে। বাহিনীটির হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে মারণাস্ত্র থাকবে বলেও জানান তিনি।

এদিকে, আইজিপি কাপে এপিবিএনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এ টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৯ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সর্বমোট ০৮ টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় এবং এ রাউন্ডের বিজয়ী দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।