
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানিয়েছে ১৮তম নিবন্ধন ফলাফল প্রত্যাশী চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার (১৩ মে) এনটিআরসিএতে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নিবেদন এই যে, আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীগণ। আমাদের ভাইভা প্রায় শেষ। তাই ভাইভা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি যাতে দেওয়া হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তরুণ বেকার সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। উল্লেখ্য যে, ১৮তম শিক্ষক নিবন্ধন একটি ঐতিহাসিক শিক্ষক নিবন্ধন। কেননা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ‘আবু সাঈদ’ স্কুল-২ পরীক্ষায় অংশগ্রহণ করেন (রোল নং-201256297)। তিনি বেঁচে থাকলে হয়ত ভাইভায় অংশগ্রহণ করতেন ও শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করতেন। এ নতুন বাংলাদেশে উনার অবদান অপরিসীম। আমরা ১৮তম নিবন্ধন প্রার্থীরা চাই, উনাকে সম্মানসূচক মরণোত্তর শিক্ষক নিবন্ধনের সনদ প্রদান করে ১৮তম নিবন্ধনকে চিরস্মরণীয় রাখতে।
চিঠিতে দাবি জানিয়ে আরো বলা, দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ, শহীদ ‘আবু সাঈদ’ কে সম্মান সূচক মরনোত্তর সনদ দেওয়া, অটো এমপিও চালু করা, সর্বোচ্চ সংখ্যক প্রার্থী পাশ করানো ও শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করা ও এনটিআরসিএ এর আইন ও পরিপত্র যথাযথ ভাবে পালন করা।
দাবি সমূহের সমন্বয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।