Image description

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘জুলাই বিপ্লব’ এবং সর্বস্তরের ছাত্রজনতা। শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে জেলা শহরের চেঙ্গিস্কয়ার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভঙ্গাব্রিজ হয়ে পুনরায় শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে ‘গণতন্ত্রবিরোধী’ ও ‘দলীয় স্বৈরতন্ত্রের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে দলটি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, ইসলামী যুব আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের নানা নীতির সমালোচনা করে বলেন, "বর্তমান সরকারকে জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী লীগ এ দেশের নিরপরাধ জনগণকে হত্যা করেছে। দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে। যার ফলে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। এই সরকারকেই খুনি ও সন্ত্রাসী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।"