Image description

শাহবাগে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে জনতার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আলেম-ওলামারাও।

শুক্রবার (৯ মে) বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন আলেম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।

এ সময় তাদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে বিকেলে আন্দোলনে এসে বক্তব্য দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়াও প্রখ্যাত আলেম মুফতি কাজী ইব্রাহীমকেও আন্দোলনে বক্তব্য দিতে দেখা যায়।

আজ বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া শাহবাগ অবরোধে সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে লোক সমাগম। নারী ও শিশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে রাস্তায়।

এছাড়াও আন্দোলনরত জনতার মাঝে পানি, স্যালাইন, বিস্কুট, কলা ইত্যাদি বিতরণ করছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ছবি: শাহবাগে আলেম-ওলামারা