Image description

প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি'র বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য যে, জ্যেষ্ঠ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ২০২৪ সালের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসেন। দেশের সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা দেন। ২১ অক্টোবর ২০২৪ সালে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ৩ বছরের জন্য রাষ্টদূত হিসেবে নিয়োগ প্রদান করে।