Image description
 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২১ মে থেকে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। শনিবার ঢাকায় রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২১ মে যেদিন টিকিট বিক্রি শুরু হবে, সেদিন ৩১ মে তারিখের ট্রেনের টিকিট দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দিনের টিকিট দেওয়া হবে।

এবারও ঈদ যাত্রার আগাম ও ফিরতি ট্রেনের শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে বৈঠকে জানানো হয়। এতে ভিড় কমবে এবং যাত্রীরা ঘরে বসেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।