
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ মাস পর সোমবার দুপুরে আন্দোলনের সমন্বয়ক মেহেরাব হোসাইন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালত সদর থানার ওসিকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামির তালিকায় মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এসএম জাহিদ, সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খান, সদর থানার তত্কালীন ওসি হাবিল উদ্দিন ও একাধিক পুলিশ কর্মকর্তাসহ ২১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। কয়েকজন চিকিত্সককেও আসামি করা হয়েছে।
মামলায় ২০২৪ সালের ১৮ জুলাই সকাল দশটায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে বের হওয়া ছাত্র-জনতার প্রতিবাদ মিছিলে সশস্ত্র আক্রমণের ঘটনা উল্লেখ করা হয়। আহতরা সংশ্লিষ্ট হাসপাতালে গেলে তাদের চিকিত্সা না করে বের করে দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।