Image description
 

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে রোববার দিবাগত রাতে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আরব নিউজ।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত শনিবার করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকডা। রোববার পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করতেই তুরস্কের যুদ্ধজাহাজটি করাচিতে এসেছে।

তবে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই পরিস্থিতিকে বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছে দিল্লি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া সামাল দিতে বন্ধু দেশগুলোর সহযোগিতা চাইছে ইসলামাবাদ। তাদের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে রয়েছে চীন ও তুরস্ক।

 

সামরিক ক্ষেত্রে তুরস্ক দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অন্যতম প্রধান সহযোগী। আগোস্টা ৯০বি ক্লাস সাবমেরিনের আধুনিকীকরণ, ড্রোনসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র সরবরাহে পাকিস্তানকে সহায়তা করেছে আঙ্কারা। দুই দেশের সেনাবাহিনী নিয়মিতভাবে যৌথ মহড়াতেও অংশ নেয়।   

 

তবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের যুদ্ধজাহাজের পাকিস্তানে আগমন কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। যদিও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, করাচিতে অবস্থানকালে তুরস্ক ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সামরিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং পারস্পরিক বোঝাপড়া ও সমুদ্র সহযোগিতা আরও বাড়ানো হবে।