
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলার প্রতিবাদে রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে মশাল মিছিল ও সোমবার বিকেলে আখাউড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা পৃথক এ কর্মসূচি পালন করে।
রবিবার রাতে পৌর মুক্তমঞ্চ থেকে মশাল মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) মো. আতাউল্লাহ, সংগঠক জিহাদ মাহমুদ, জয়ন্তী বিশ্বাস আজিজুর রহমান লিটন, মুহাইমিনুল আজবীন, বোরহান উদ্দিন সিয়াম বক্তব্য রাখেন।
সোমবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে হয়ে পৌর মুক্ত মঞ্চের সামনে শেষ হয়। এ সময় জমশেদ ভূইয়া, রোবায়েদ খান, আসিফ নেওয়াজ, তৌহিদুজ্জামান নিশাদ, শেখ পিয়াস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা হামলাকারিদেকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।