
জনগণ রাস্তায় নামার আগেই আওয়ামিলীগ কে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ৫ মে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি জানান। আবু হানিফ লিখেন, গাজীপুরে গতকাল হাসনাতের উপর হামলাকে হালকা করে দেখার সুযোগ নাই। এর আগেও গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছিলো সেই হামলায় চিকিৎসাধীন একজন মারাও গিয়েছিল। গাজীপুরের প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে এখানে।
তিনি বলেন, গণহত্যায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘুরা বেড়াচ্ছে প্রশাসন কিছুই করছে না। অন্য দিকে প্রায় সব দলেরই কতিপয় দূর্বত্তরা আওয়ামিলীগের কাছ থেকে টাকা খেয়ে তাদের প্রটেকশন দিচ্ছে। একটা কথা মনে রাখবেন আওয়ামিলীগ সুযোগ পেলে হারে হারে প্রতিশোধ নিবে। শহীদদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হওয়া অনেকেও আওয়ামী পুনর্বাসনে জড়িত। আবার কেউ কেউ আওয়ামিলীগের প্রতি সিম্পেথি দেখাচ্ছে। জুলাই আগষ্টের গণহত্যার বিচার ও আওয়ামিলীগ কে নিষিদ্ধের বিষয়ে এই সরকারের কোন আগ্রহ নাই।
তিনি সমালোচনা করে বলেন, পলিথিন নিষিদ্ধ, রাস্তা মেরামত আর মিডিয়ায় চেহারা দেখানো নিয়ে ব্যস্ত সরকারের কেউ কেউ। এরা ভুলে গেছে রাস্তা মেরামত আর পলিথিন নিষিদ্ধ করার জন্য তাদের উপদেষ্টা করা হয়নি। তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল গণহত্যার বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা,সেটা করতে তারা পুরোপুরি ব্যর্থ।জনগণ রাস্তায় নামার আগেই আওয়ামিলীগ কে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এই গণহত্যার বিচার ও আওয়ামিলীগ নিষিদ্ধ না হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকের কপালে খারাপি আছে।