Image description

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২ মে) সন্ধায় দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার আট ঘন্টা পর রাত ২টার দিকে তাদের ফেরত দেওয়া হয়েছে। বিজিবির সুত্রে জানা গেছে পতাকা বৈঠকের শুক্রবার মধ্য রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে আটক মাহফুজ ইসলাম রিমন (১৭) ও সাজেদুল ইসলাম (২৫) কে ফেরত দেয় বিএসএফ।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছে চা বাগানের পাশে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। রিমন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, তাদের দুজনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা করেনি। তবে তাদের ক্যাম্পের বাহিরে নিয়ে এসে বাঁশঝাড়ে তাদের ভিডিও করে জবানবন্দি নিয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজনকে রাতে ফেরত দিয়েছে। তাদের দুজনকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।