
পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত এক হাজার নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। শনিবার (৩ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে তারা যোগদান করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফুল দিয়ে তাদের বরণ করেন।
এসময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৩ টি দাবি করা হয়। এগুলো হলো,
১। গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।
২। ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করা (সব দলের স্বাক্ষরসহ)।
৩। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা।
এছাড়া মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করা হয়। সংগঠনটির তরফে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণঅধিকার পরিষদ কোন দেশের দালালি মানবে না। দেশের জনগণের বিরুদ্ধের সব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে গণঅধিকার পরিষদ।