
ইরানে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে বহু মানুষ হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেছে বিএনপি'র একটি প্রতিনিধি দল।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিএনপি'র প্রতিনিধি দল ইরান দূতাবাসে রক্ষিত শোক বইতে সই করে।
বিএনপি'র প্রতিনিধি দলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন।
গত শনিবার শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি বলেছেন, ছোট একটি আগুন থেকে এই বিস্ফোরণ হয়েছে। তবে ঠিক কোথায় থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এক মিনিটের কম সময়ের মধ্যে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের কনটেইনারে পৌঁছায় এবং বিস্ফোরণ ঘটে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার আলামত পাওয়া যায়নি। কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে এখনো উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে। হোসেন জাফারি জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে, এটি প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে।