
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কয়েকজন জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া, আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, “এমন জঘন্য প্রস্তাব শেখ হাসিনার সরকারও আনার সাহস করেনি। অথচ এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের কিছু ব্যক্তি এই প্রস্তাবনার সঙ্গে সম্পৃক্ত।”
তিনি আরও বলেন, “এই প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চালালে আমাদের লাশের ওপর দিয়েই করতে হবে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে যুদ্ধেও প্রস্তুত।”
খেলাফত মজলিসের এই নেতা বলেন, “আমরা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। ইসলাম নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। কিন্তু নারীর অধিকার বাস্তবায়নের নামে যদি তাদের পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে আমরা তা মেনে নেব না।”