
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ সংস্কার কমিশন গঠিত হওয়ায় আমরা খুবই আশান্বিত। তারা পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ সুপারিশ রাখবেন। আমরাও কিছু সাজেশন তাদের দিয়েছি। এর মধ্যে একটি— স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা। সরাসরি এক্সিকিউটিভের অধিনে না রেখে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া। এ বিষয়ে পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন কিন্তু তারা কোনো কাঠামো দেননি।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাহারুল আলম বলেন, ‘‘পুলিশ সংস্কার কমিশন জানিয়েছেন তারা যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাস্তবায়ন করবে। তারা সুপারিশে বলেছেন প্রতিটি থানায় একজন করে হলেও নারী পুলিশ অফিসার থাকবেন। যারা নারী ও শিশুদের সেবা দিতে পারেন। পুলিশ গ্রেফতারের পর স্বচ্ছতা থাকতে, আসামি পক্ষের আইনজীবী থাকতে পারেন। এ জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ তারা করেছেন। কিন্তু আমাদের যে একটা প্রধান সাজেশন ছিল স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনে, যাতে আমাদের চাপের মুখোমুখি হতে না হয়। এটা নিয়ে আমরা অপেক্ষা করে আসছি, আশা করছি হবে। আবার অনেকে বলেছেন এটা এই সরকারের সময়ে না হলে আর হবে না। সেজন্য এখনি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’’
মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার বিষয়ে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর অনেক মামলায় দেখা গেছে মিথ্যা তথ্য যোগ করা হচ্ছে। যাদের নামে মিথা মামলা দেওয়ায় হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো হয়রানি করা হবে না। বাদী যদি মিথ্যা মামলা দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘মামলা মিথ্যা না, মামলা সত্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া— এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে।’
আইজিপি বাহারুল আলম বলেন, ‘দেশবাসীকে অনুরোধ করছি, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন। তবে আমাদের কাছে কেউ কোনো অন্যায় আবদার করবেন না।’
সারাবাংলা