Image description
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের‍(ডিএসসিসি) মেয়র হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচন কমিশন (ইসি) রোববার মেয়র ঘোষণা করে তার নামে গেজেট জারি করে। এর আগে তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারির জন্য আদালত থেকে আদেশ জারি করা হয়েছিল। পরে কমিশন দায়-এড়াতে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠায়।
আজ সেখান থেকে ইতিবাচক সম্মতি পেয়ে সিইসি তার কক্ষে অন্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে সভা করে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেয়। ইসির নির্ভরযোগ্য একটি সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করে।
জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে বলেন, আপনি যা শুনেছেন; আমিও তাই শুনছি। এ বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষ আরও ভালো বলতে পারবেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার নির্বাচন ভবনে এসে সিইসির সঙ্গে দেখা করেন ইশরাক হোসেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, ডিএসসিসির মেয়র পদে গেজেট প্রকাশে আদালতের আদেশ হচ্ছে রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করা। কিন্তু ইসি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। এসব বিষয়ে সর্বশেষ তথ্য জানতে সিইসির সঙ্গে কথা বলেছি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে কারচুপি ও পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গত (২৭ মার্চ) রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটির সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দক্ষিণ সিটির ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। পরে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করে। পরবর্তীতে শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনিই একমাত্র মেয়র, যিনি কোনো সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।