Image description

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছে একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। আজ রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্লকেড করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এক আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের অবস্থান দেখতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসেছিলেন। তিনি সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো ম্যাসেজ দেননি। সে ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছে এবং আমাদের দাবি-দাওয়া শুনেছে। তিনি আমাদের ম্যাসেজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অর্থ্যাৎ ৮ তারিখের পরীক্ষা স্থগিত না হওয়া পর্যন্ত অনশন চলবে। ৮০ ঘন্টা অনশন থাকা অবস্থায় আমাদের ৩ জন ভাইকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) নেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীবকে যখন আমাদের অনড় অবস্থানের কথা জানালাম, তিনি আসিফ নজরুল ও পিএসসির চেয়ারম্যানকে জানালেন।’