Image description
 
ইরানের শহীদ রাজী বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনায় ৫০০ জন আহত হয়েছেন। হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ বলেছেন, শনিবার বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আগুন নেভানোর কাজ করছি।
 
 
বন্দরনগরী আব্বাস রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত। ইরানি বার্তাসংস্থা ইরনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। এ বন্দর দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ করা হয়।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। কিছু ভিডিওতে বিস্ফোরণের কেন্দ্র থেকে কিলোমিটারেরও বেশি দূরে থাকা ভবনগুলোর কাঁচ ভেঙে পড়ে থাকতে দেখা যায়।
 
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং অন্যরা এলাকাটি খালি করার চেষ্টা চালাচ্ছেন।
 
হাসানজাদেহ বলেন, বিস্ফোরণটি শহরের রাজী বন্দরের কিছু কন্টেইনার থেকে ঘটেছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, বিস্ফোরণের কারণে একটি ভবন ধসে পড়েছে, যদিও তাৎক্ষণিকভাবে এ নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।