Image description
লক্ষ্যমাত্রা সংশোধন করেও পূরণ করা যাচ্ছে না

জুলাই আন্দোলনের পর ৯ মাস পেরিয়ে গেলেও রাজস্ব আদায়ে এখনো পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবস্থা এমন হয়েছে লক্ষ্যমাত্রা সংশোধন করেও সেটি পূরণ করা যাচ্ছে না। রাজস্ব বাড়াতে শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি ভ্যাট আদায়ে নানামুখী পদক্ষেপ কিংবা আয়কর রিটার্ন জমার বিষয়ে জোর প্রচারণার পরও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বিগত ৯ মাস (জুলাই-মার্চ) শেষে রাজস্ব ঘাটতি বেড়ে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে অর্থবছরের আট মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকার বেশি পিছিয়ে ছিল এনবিআর।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। তথ্যমতে, এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রায় ৯ মাসে মোট ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আদায় হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য ৯ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ। অর্থবছরের প্রথম ৯ মাস শেষে এনবিআরের রাজস্ব আদায়ের ঘাটতি ২০ দশমিক ৩৮ শতাংশ। আর গত অর্থবছরের মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায় হয় ২ লাখ ৪৯ হাজার ৫৯২ কেটি ৩১ লাখ টাকা। তবে গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ বছরের এ সময়ে বেড়েছে ২ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া শুল্ক, ভ্যাট ও আয়কর আদায়েও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে এনবিআর। ৯ মাসে ভ্যাট আদায় হয়েছে ৯৫ হাজার ৩১১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ হাজার ৪৩৮ কোটি টাকা কম। গত অর্থবছরের মার্চ মাস পর্যন্ত ভ্যাট আদায় হয় ৯৩ হাজার ৩৬১ কোটি ৯ লাখ টাকা। তবে গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ বছরের এ সময়ে বেড়েছে ২ দশমিক ০৯ শতাংশ। একই সময় শুল্ক আদায় হয়েছে ৭৪ হাজার ২৫৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ হাজার ৪৭২ কোটি টাকা কম। গত অর্থবছরের মার্চ মাস পর্যন্ত শুল্ক আদায় হয় ৭৩ হাজার ৯৭৭ কোটি ২৮ লাখ টাকা। তবে গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ বছরের এ সময়ে বেড়েছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। 

এদিকে আয়কর আদায় হয়েছে ৮৬ হাজার ৯২০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ হাজার ৭৫৫ কোটি টাকা কম। লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ১৬ হাজার ৬৭৫ কোটি ৯৫ লাখ টাকা। গত অর্থবছরের মার্চ মাস পর্যন্ত আয়কর আদায় হয় ৮২ হাজার ২৫৩ কোটি ৯৪ লাখ টাকা। তবে গত অর্থবছরের এ সময়ের তুলনায় এ বছরে বেড়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ।

রাজস্ব আদায়ের এমন ঘাটতিতে লক্ষ্যমাত্রা সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, আর অন্যান্য উৎস থেকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা।