Image description
 

আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দিয়ে তারপর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করুন বলে মন্তব্য করেছে শহীদ সজলের মা। একটি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত কেন কোন বিচার হলো না, এখন পর্যন্ত কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না বলে প্রশ্ন রাখেন তিনি। 

তিনি বলেন, এতগুলো সন্তান জীবন দিলো, আইন উপদেষ্টা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? এত সন্তান আহত, পঙ্গু, নিহত হলো অথচ তারা বলতেছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে। সজল নাই তাতে কি হয়েছে, সজলের মাও জীবন দিতে প্রস্তুত আছে।