Image description

চরমোনাই পিরের সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার তারিখ আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনি ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বরিশাল নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক পরবর্তী তারিখের কথা জানান।

এদিকে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখে আদালত প্রাঙ্গণ ঘেরাও করে বিক্ষোভ করেন ফয়জুল করিমের অনুসারীরা। কয়েকশ জনতা আদালতের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর রায়ের তারিখ পরিবর্তনের খবর শুনে বিক্ষোভ কর্মসূচি শেষ করে চলে যান তারা।

মামলার বাদীপক্ষের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়। মামলায় বৃহস্পতিবার আদালতে শুনানি শেষে বিচারক আগামী ৫ মে তারিখ পুনর্নির্ধারন করেছেন।

এর আগে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে বরিশালে সমাবেশ ও গণমিছিল করেন তার অনুসারীরা। নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান। অন্যথায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান। সমাবেশ শেষে নগরীতে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ ও মিছিল শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আদালতের সামনে অবস্থান নেন ও ঘণ্টাখানেক থাকার পর রায়ের তারিখ পরিবর্তনের খবর শুনে পরে চলে যান।

২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মেয়র হতে আদালতে মামলা করেন। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ আবেদন করেন।