Image description

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার খাস জমি কেউ দখল করে রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে গণশুনানিতে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ৫ আগস্টের পর থেকে উত্তর সিটি এলাকায় হকার ও ব্যাটারিচালিত রিকশা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এসব অটোরিকশা ও হকারদের দৌরাত্ম কমাতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অবৈধ অটোরিকশায় না চড়া ও হকারদের কাছ থেকে কেনাকাটা না করার অহ্বান জানান মোহাম্মদ এজাজ।

তিনি আরও জানান, বুয়েটের ডিজাইন করা অটোরিকশা কেউ বাজারজাত করলে লাইসেন্স দেবে সিটি করপোরেশন। তারপর বৈধ অটোরিকশা আসলে অবৈধগুলো উঠিয়ে দেয়া হবে।

মোহাম্মদ এজাজ বলেছেন, কোনও এলাকায় কেউ চাঁদাবাজি করলে তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নগর সেবা বাড়াতে ট্যাক্স মেলা করা হবে। সেখানে শুধু হোল্ডিং ট্যাক্স নেয়া হবে। আবাসিক এলাকায় অনর্থক রাস্তা উচু করায় জলাবদ্ধতা বেড়েছে, এ বিষয়ে পদক্ষেপ নেবে সিটি করপোরেশন।