Image description

বাসার ছাদ থেকে নিচে পড়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) সিয়াম আজম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে এ ঘটনা ঘটে।

এ তথ্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ছাদ থেকে পড়ে এই শিক্ষার্থীর মৃত্যু হয়ে। প্রাথমিকভাবে এ ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাস সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

নিহত সিয়ামের সহপাঠীদের সূত্রে জানা যায়, সিয়াম আজম দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুলের ছোট ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।