
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হচ্ছে সমাজের মুরুব্বি। তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সামাজিক শক্তিগুলোকে এক করতে পারি; তা এমন শক্তি তৈরি হবে যে, রাষ্ট্র যদি কোনো উলটা-পালটা সিদ্ধান্তও নেয় তাহলে আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য হবে। তবে এমনটা হোক তা দেশের কিছু জনগণ ও আলেম-ওলামারা চায় না।
শনিবার বিকালে নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিক্ষক কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরানি তালিমুল কুরআন বোর্ড মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমীর সভাপতিত্বে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আগামী দিনে আলেমরা যদি জনগণের সঙ্গে আরও মিশতে পারে, সংসদে যদি ৫০ জন আলেম এমপি হয় এবং ৩ থেকে ৪ জন মন্ত্রী হয়; তাহলে দেশের চেহারা পালটে যাবে। সাধারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। তাহলে আমরা সহিহ আকিদা ও কুরআনের তালিম এবং নিদের্শনা দিতে পারব।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা মোহাম্মদ সলিমউল্লাহ ও প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় শিক্ষক কর্মশালা ও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার মাওলানা মুফতি জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান এবং হাটহাজারী মডেল থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন।
বক্তব্য রাখেন- সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুফতি মোহাম্মদ আলী, সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান এবং সহঅর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজী। এছাড়া শিক্ষক কর্মশালা ও সেমিনারে মানপত্র পাঠ করেন মাস্টার শফিকুল ইসলাম।