Image description

পুলিশ সদস্যদের আবাসন,খাদ্য ও কর্মপরিবেশের খোঁজখবর নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ থাবা পরিদর্শন করেন। উত্তরা পূর্ব থানা পর্যায়ক্রমে পরিদর্শন করার কথা থাকলেও
উত্তরা পূর্ব থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের খবর পেয়ে ঘোষণা দিয়ে ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন না করেই চলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ১৯ এপ্রিল শনিবার সকাল ১১টায় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মহিদুল ইসলাম পিপিএম
(ডিসি উত্তরা)কে সাথে নিয়ে
বিমানবন্দর, তুরাগও উত্তরা পশ্চিম থানা পরিদর্শন করেন।
পর্যায়ক্রমে উত্তরার ৪টি থানা পরিদর্শনের কথা থাকলেও উত্তরা পূর্ব থানা পরিদর্শন না করেই নিরাপত্তা জনিত কারণে তিনি সেখানে না গিয়েই চলে যায়। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, অপারেশন ডেভিল হান্ট,আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিমানবন্দর মহাসড়ক উত্তরা পূর্ব থানার সামনে ছাত্র- জনতা লাঠি মিছিল করেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার আহ্বায়ক নুর মোহাম্মদ বলেন,
ইনি সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যার অপারেশন ডেভিল হান্ট কার্যত ব্যর্থ। যাদের ধরার জন্য এই অপারেশন তারাই মুক্ত স্বাধীনভাবে গতকাল উত্তরায় মিছিল করলো। তারা ঠিক সেই জায়গায়টাতেই মিছিল করেছে যেখানে আমার শহীদ ভাইদের রক্তের দাগ এখনো লেগে আছে।
তিনি আরো বলেন, এভাবে একটা অভ্যুত্থান পরবর্তি সরকার চলতে পারেনা।

আন্দোলনকারীরা বলেন,আজ, ১৯ এপ্রিল, শনিবার সকাল ১১টায় আমরা উত্তরা পূর্ব থানার সামনে জড়ো হয়ে হাতে লাঠিসোটা নিয়ে উপদেষ্টাকে প্রশ্ন করতে চেয়েছি, যে তার অপারেশন ডেভিল হান্ট কেন ব্যর্থ হলো। তিনি সদুত্তর দিতে না পারলে আমরা নিজেরাই আওয়ামী লীগের কবর খুঁড়তে বের হবো।
আন্দোলনকারীরা বলেন,
আমার শহীদ ভাইয়ের খুনিদের যারা ধরতে পারেনা তাদের দ্বারা আমার শহীদ ভাইদের হত্যার বিচার আশা করা ও হাস্যকর।
তারা আরো বলেন, আজ দুপুরের পর নির্ধারণ হবে আমার শহীদ ভাইদের হত্যার বিচার কে করবে। এই অন্তবর্তী সরকার নাকি আমরা।
বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে আরো বলেন, হয় এদেশে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ থাকবে- নয়তো আমরা থাকবো। যুদ্ধ আবার শুরু, হয় মারো নয়তো মরো! উত্তরা পূর্ব থানার সামনে উপস্থিত
আন্দোলনকারীরা বলেন,
আওয়ামী লীগের গণজাগরণ মঞ্চের মতো উত্তরায় একটা মঞ্চ তৈরি করা হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই উত্তরা থেকে সূচনা হচ্ছে ‘বিপ্লবী মঞ্চ’-এর। এমন আয়োজনের কারণ জানতে চাইলে তারা বলেন, এই উত্তরার বিপ্লবটা যেন অন্তত অমর হয়ে থাকে।

আজ সকাল থেকে উত্তরা পূর্ব থানার সামনে, জুলাইয়ের আদলে আবারো হাতে লাঠিসোটা নিয়ে এক নতুন বিপ্লবের সূচনায়
বৃহত্তর উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলের নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের মিছিল ও পরবর্তীতে আওয়ামী লীগ বিরোধী মিছিলের পর শনিবার রাজধানীর বিমানবন্দরের থানা পরিদর্শনে গিয়ে আ. লীগের নেতাকর্মীদের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে উত্তরার বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরিদর্শন কালে তিনি উত্তরার তিনটি থানার অবকাঠামো ও পুলিশ সদস্যদের মানোন্নয়নের নির্দেশনা দেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরাতে
আ.লীগের মিছিল ও সব ধরণের কার্যক্রম কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেন।