
চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ ইউনিট্যাক্সের ১ হাজার ৫৮৬ শতক সম্পত্তি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক । গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান ইউনিট্যাক্স এলপি গ্যাস লিমিটেডের ২ হাজার ২৩ কোটি টাকা পাওনা খেলাপি হওয়ায় ব্যাংকটির ওআর নিজাম রোড শাখা এই নিলাম আহ্বান করে । অর্থঋণ আদালত আইন , ২০০৩ - এর ৩৩ ( ২ ) ধারায় দেওয়া নিলাম বিজ্ঞপ্তিতে আগামী ২৩ এপ্রিলের মধ্যে আগ্রহী দরদাতাদের দরপত্র জমা দিতে বলা হয়েছে । ব্যাংকের তথ্যমতে , ইউনিট্যাক্সের নামে বন্ধক রাখা ১ হাজার ৫৮৬ শতক সম্পত্তি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত । ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান , ২০১৮ সালে ইউনিট্যাক্স এলপি গ্যাসের নামে এই ঋণ নেয় ইউনিট্যাক্স গ্রুপ । কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং পরিচালক ( সাবেক ব্যবস্থাপনা পরিচালক ) বেলাল আহমদ । এর মধ্যে বেলাল আহমদ বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল
২ হাজার ২৩ কোটি টাকা খেলাপি » ইউনিট্যাক্স গ্রুপের ১ হাজার ৫৮৬ শতক জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক । » ২০১৮ সালে ইউনিট্যাক্স এলপি গ্যাসের নামে এই ঋণ নেয় ইউনিট্যাক্স গ্রুপ । » প্রতিষ্ঠানটির পরিচালক বেলাল আহমদ এস আলমের জামাতা । আলম মাসুদের জামাতা । ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ বেলালের চাচা । ইসলামী ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ম্যানেজার ( অপারেশন ) কুতুব উদ্দিন বলেন , বর্তমানে সুদাসলে ইউনিট্যাক্সের কাছে পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ২৩ কোটি ৮৫ লাখ ৫৩ – হাজার ২৫৩ টাকা । বারবার চেষ্টার পরও ঋণের টাকা আদায় না হওয়ায় প্রতিষ্ঠানটির বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে ।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিট্যাক্স গ্যাস কারখানার সাবেক এক কর্মকর্তা বলেন , ২০১৮ সালে এলপি গ্যাস ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ নেয় ইউনিট্যাক্স গ্রুপ । গ্রুপটির বাজারজাত করা এলপি গ্যাসের নাম ‘ ইউনিগ্যাস ’ । চট্টগ্রাম ও বগুড়ায় কোম্পানিটির দুটি এলপি গ্যাসের প্ল্যান্ট রয়েছে । এই দুটি প্ল্যান্টের সর্বোচ্চ সক্ষমতা ৫ হাজার ১৫০ টন । প্ল্যান্ট দুটি নির্মাণসহ ওয়ার্কিং ক্যাপিটাল মিলে সর্বোচ্চ ৫০০ কোটি