Image description
 

গত ছয়-সাত মাসে প্রকৃত অপরাধীর পাশাপাশি শত্রুতামূলকভাবে অনেককে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে শহিদ পরিবার ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে আজ শনিবার দুপরে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে এ্যানি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিএনপির এই নেতা বলেন, এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে। তাকে সুযোগ দেওয়া যাবে না। যদি তাকে কেউ সুযোগ দিতে চান, তাহলে আবার দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। অস্বাভাবিক হয়ে পড়বে দেশের রাজনীতি।

এ্যানি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন। মামলা না হরে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরাপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। গত ৬-৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলকভাবে কিছু আসামি করা হয়েছে। এ কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। এতে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে যায়। এ সযোগ দেবেন না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।