Image description
 

ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের জবাব কঠিনভাবে দেয়া হবে।

আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি এই হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে।

তাংসিরি এর জবাবে বলেছেন, আমরা যুদ্ধ চাই না এবং এর আকাঙ্ক্ষাও করি না। তবে যদি শত্রুরা আমাদের স্বার্থে আঘাত হানার চেষ্টা করে বা আমাদের জনগণকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তাদের জানা উচিত আমরাও তাদের ছেড়ে দেবো না। তিনি আরও বলেন, ইরানের যেকোনো জায়গায় শত্রু ঘাঁটিতে আঘাত করার সামরিক ক্ষমতা আছে। যে কোনও ভৌগোলিক অবস্থান থেকে দেশটির উপর আক্রমণ চালানো হলে প্রতিশোধ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করা হবে।

তাংসিরি বলেছেন, যদি আমাদের জাহাজে আক্রমণ করা হয়, আমরা নিঃসন্দেহে একই রকম প্রতিক্রিয়া জানাব। যদি তারা আমাদের জাহাজ জব্দ করে, আমরা তাদের জাহাজ জব্দ করব। কেউ আমাদের আঘাত করে পালিয়ে যেতে পারবে না। এমনকি যদি আমাদের তাদের মেক্সিকো উপসাগরে তাড়া করতে হয়, আমরাও সেটাও করব।


সূত্র: প্রেস টিভি