Image description
 

লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বাধীনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন।

তিনি বলেছেন, "৪৭, ৭১, ২৪ কোনোটাই আপনাকে স্বাধীন করতে পারবে না।"

তার মতে, ১৪ অগাস্ট, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর বা ৫ অগাস্টের মতো দিনগুলো জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ হলেও এগুলোকে অস্বীকার বা অতিমূল্যায়ন করে তেমন কোনো বাস্তবিক পরিবর্তন আনা সম্ভব নয়।

ফাহাম আব্দুস সালাম মনে করেন, প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে দেশকে নয়, বরং ব্যক্তিকেই স্বাধীন হতে হবে।

তিনি বলেন, "আপনার পতাকা আপনার স্বাধীনতার স্মারক নয়— আপনার হৃদয়ই স্বাধীনতার প্রকৃত স্মারক।" তাই ভয় ও মানসিক দাসত্ব থেকে মুক্তি লাভ করাই প্রকৃত স্বাধীনতার পথ।

 


বিশ্বাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কেউ মুসলমান হয়ে থাকেন, তবে আল্লাহর রহমতকে মেনে নিয়ে, তাঁর দয়া ও কৃতজ্ঞতাকে জীবনের চালিকাশক্তি করলে স্বাধীন হওয়া সম্ভব।

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, প্রকৃত স্বাধীনতা অর্জনের পাশাপাশি মানুষ যেন তার দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারে।