Image description
 

সরকারি অফিসগুলোতে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভবিষ্যতে সেবা পেতে কোনো নাগরিককে যেন হয়রানির শিকার হতে না হয়, ঘুষ দিতে না হয়, সেজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য জানান।

তিনি বলেন, পুরো বিশ্ব বুঝে গেছে, আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতি মুক্ত হই। তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।

 

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি আগামী দিনেও সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ঠেকাতে বদ্ধপরিকর।

 
 

ড. ইউনূস বলেন, দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে। এতে কোন অফিসে, কোন টেবিলে, কোন ফাইল আটকে আছে তা দেখা যাবে সহজেই। অসহায় নাগরিকদের টুঁটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকার যে লেনদেন ও ভোগান্তির মুখোমুখি হতে হয়, সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর।

 

এ সময় নাগরিকদের পরামর্শ চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, অনলাইনে সেবা চালুর মাধ্যমে কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা হয়, সে বিষয়ে আমাদের লিখুন-ই-মেইল করুন।

এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে তার এ ভাষণ শুরু হয়। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।