
ঢাকার দোহার উপজেলায় রাস্তা আটকিয়ে জমি দখল করে প্রাণনাশের হুমকি দেওয়াতে ভয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলার বেগম আয়েশা শপিং মলের ২য় তলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমেনা গং এ অভিযোগ করেন।
আমেনা বেগম সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, আমরা যাদের থাকতে দিয়েছি আজ তারা আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমার বাবার পৈতৃক সম্পত্তি দখল করে আমাদেরই প্রাণনাশের পরিকল্পনা করছে।
তিনি আরও জানান, আমার বাবা ১৯২৮ সালে মালঞ্চের কাছ থেকে ৪১৯ দাগে ১১ শতাংশ ও ইব্রাহিমের কাছ থেকে ১৯৩১ সালে ৪৮ দাগে ৭ শতাংশ সাবকবলা দলিলে জমি ক্রয় করেন। আমরা দলিলমূলে খরিদ করার পর থেকেই ভোগ দখলে আছি; কিন্তু হঠাৎ শেখ মনির ও শেখ জাহিদুল আমাদের জমি জোর করে দখল করে গাইডওয়াল ও কাঁটা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ ভোরে আমার বোন ঝর্ণাকে মনির গংরা মেরে আহত করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
ভুক্তভোগী ঝর্ণা আক্তার জানান, আমি ডায়াবেটিসের রোগী প্রতিদিন আমাকে দুইবার ডায়াবেটিস মাপতে হয়; কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাড়ি থেকে বের হতে পারি না। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন মোবাইল ফোনে বলেন, আমরা তিনটি মামলায় আদালত থেকে রায় পেয়েছি। এছাড়াও আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসেছি- আমেনা বেগম ও ঝর্না আক্তার কারো কোনো রায়ই মানে না। আমাদের জায়গায় আমরা গাইডওয়াল (সীমানা প্রাচীর) তৈরি করেছি।
এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছিলাম, পুলিশও গিয়েছিল। এখন জানতে পারলাম তাদের নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এই হুমকির বিরুদ্ধে জিডি নিয়েছি। এ ঘটনায় আদালতে দেওয়ানি মামলা হয়েছে। ফলে বিষয়টি আদালতের।