Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৬ মার্চ ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার-সাভার-নবীনগর সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে তথ্য অধিদফতর।

মঙ্গলবার (২৫ মার্চ) এক তথ্য বিবরণীতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা

এসময়ে গাবতলী থেকে ঢাকা বহির্গামী যানবাহন নিম্নলিখিত বিকল্প রুট ব্যবহার করবে: মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট। এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর-চন্দ্রা রুট।

এছাড়া, ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী যানবাহনগুলোকেও বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্মৃতিসৌধ সফর 

২৬ মার্চের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা গাবতলী-আমিন বাজার-সাভার হয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা একই পথ দিয়ে ঢাকায় ফিরে আসবেন।

সংশ্লিষ্ট সবাইকে এই সময়ে বিকল্প গমনাগমন পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।