Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে হাতাহাতি ও মারামারি ঘটনায় হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে সিলেট সদর উপজেলার আউশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল সিলেটে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে দুই পক্ষের হাতাহাতি ও মারামারি ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, হাতাহাতি ও মারামারিতে আহত মাহবুবুর রহমান শান্ত গতরাতেই ৯ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আকতার হোসেনকে গ্রেপ্তার করে।

শনিবার সিলেট নগরীর আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে ইফতার আয়োজন করে এনসিপি। যেখানে নবগঠিত দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা মঞ্চে বক্তব্য দেয়ার সময় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

হট্টগোলের সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও তুলতে গেলে নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা, কারও কারও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ইফতারের পরে আবারও বাদানুবাদ ও পরে মারামারির ঘটনা ঘটে। এ সময় মাহবুবুর রহমান শান্ত নামে একজন আহত হন।