
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
সাদিক তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, ছোট ভাই আব্দুল হান্নান মাসউদ জুলাই বিপ্লবে মৃত্যুঞ্জয়ী ভূমিকা রেখেছে। আজ হাতিয়ায় তার উপর বর্বরোচিত হামলা করে আহত করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
সাদিক আরো বলেন, যে রাজনৈতিক দল বা গোষ্ঠী হামলা করুক না কেন, তারা সন্ত্রাসী। অতিদ্রুত আইনী প্রয়োগ চাই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অপরাজনীতির কোনো সুযোগ নেই।
সূত্র : https://www.facebook.com/share/1654NNm4AX/