Image description

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধ করার কিছু নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচনা করা হয়ে গেছে। সুতরাং যেটা মৃত সেটিকে আবার নিষিদ্ধ করার কী আছে। আওয়ামী লীগতো নিষিদ্ধ হয়েই কবরে চলে গেছে।

শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের মানুষের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, 'এই বাংলাদেশের মাটিতে খুনি, স্বৈরাচারী হাসিনা ও আওয়ামী লীগের আর কোনোদিন রাজনীতি করার অধিকার থাকতে পারে না। অধিকার থাকতে দেওয়া হবে না।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।