Image description

দেশের জনগণের বড় একটি অংশ স্বাধীন গণমাধ্যম চাইলেও বাস্তব চিত্র ভিন্ন। দেশজুড়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চালানো সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৬৭ দশমিক ৬৭% মানুষ চান গণমাধ্যম স্বাধীন থাকুক। কিন্তু বাস্তবে মাত্র ১৭ দশমিক ২৯% মানুষ মনে করেন, সংবাদমাধ্যম পুরোপুরি স্বাধীন।

বৃহস্পতিবার (২০ মার্চ) এই জরিপ প্রকাশ করা হয়েছে।

বিবিএস জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি দেশের ৬৪ জেলার ৪৫ হাজার খানা (হাউসহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সী সদস্যদের কাছ থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। উত্তরদাতাদের ২৩ হাজার ১৪৫ জন নারী আর ২১ হাজার ৯০০ জন পুরুষ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৪ দশমিক ১৮ শতাংশ বলেছেন, গণমাধ্যম "অনেকটাই" স্বাধীন। অন্যদিকে ২৩ দশমিক ৬৪ শতাংশ মনে করেন, গণমাধ্যম "কিছুটা" স্বাধীন, আর ১৫ দশমিক ৩১ শতাংশ মনে করেন, দেশের সংবাদমাধ্যম একেবারেই স্বাধীন নয়।

স্বাধীনতা না থাকার কারণ কী?

 

স্বাধীনতা না থাকার পেছনে বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা। তাদের মতে-

  • ৩১ দশমিক ৩৬ শতাংশ বলেছেন, সাংবাদিকদের ব্যক্তিস্বার্থই গণমাধ্যমের স্বাধীনতাকে ব্যাহত করছে।
  • ২৪ দশমিক ১৭ শতাংশ মনে করেন, মালিকদের ব্যবসায়িক স্বার্থের কারণে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না।
  • ১২ দশমিক ৪৫ শতাংশ বলেছেন, বিজ্ঞাপনদাতাদের চাপ থাকে বলে গণমাধ্যম নিরপেক্ষ থাকতে পারে না।
  • ২ দশমিক ৮০ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা এই বিষয়ে জানেন না।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা

জরিপের ফলাফলে উঠে এসেছে, সাংবাদিকদের সঠিক বা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নানা সীমাবদ্ধতা রয়েছে।

  • ৭৬ দশমিক ৬ শতাংশ বলেছেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সম্ভব হয় না।
  • ৬৬ দশমিক ৬৩ শতাংশ মনে করেন, সরকারি হস্তক্ষেপ রয়েছে।
  • ৪৬ দশমিক ৯৪ শতাংশ বলেছেন, প্রভাবশালী ব্যক্তিদের চাপও এক বড় সমস্যা।

কেমন গণমাধ্যম চান মানুষ?

এই জরিপে অংশ নেওয়া ৫৯ দশমিক ৯৪% মানুষ চান, গণমাধ্যম সম্পূর্ণ নিরপেক্ষ থাকুক।

  • ৩৭ দশমিক ৩৯ শতাংশ রাজনৈতিক প্রভাবমুক্ত গণমাধ্যম চান।
  • ৩২ দশমিক ৬৮ শতাংশ চান, সংবাদমাধ্যম যেন সরকারি প্রভাবমুক্ত থাকে।
  • ৩০ দশমিক ৫৭ শতাংশ মনে করেন, সাধারণ নাগরিকদের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করা উচিত।
  • ১৬ দশমিক ১৬ শতাংশ মানুষ হলুদ সাংবাদিকতামুক্ত গণমাধ্যম চান।

সরকারি নিয়ন্ত্রণে গণমাধ্যম: কার পক্ষেকার বিপক্ষে?

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরকারি নিয়ন্ত্রণে থাকা উচিত বলে মনে করেন ৫৬ দশমিক ৪৭ শতাংশ মানুষ, তবে ৩১ দশমিক ৪৫ শতাংশ এই মতের বিপক্ষে। বাংলাদেশ বেতারের ক্ষেত্রেও প্রায় একই চিত্র— ৫৫ দশমিক ৩৫ শতাংশ মানুষ চান এটি সরকারি নিয়ন্ত্রণে থাকুক, তবে ৩০ দশমিক ৬৬ শতাংশ এর বিরোধিতা করেছেন।