Image description
 

সোমবার (১৭ মার্চ) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।


আইন উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ধর্ষণের পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, শিশু ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। এ ছাড়া বিয়ের আশ্বাসে সম্মতি নিয়ে ধর্ষণের ক্ষেত্রে আলাদা আইন করা হবে।

আসিফ নজরুল বলেন, সম্মতি ছাড়া ধর্ষণের ক্ষেত্রে শুধু পুরুষ নয়, যে কোনো ব্যক্তির মাধ্যমে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হবে।

আইন উপদেষ্টা বলেন, আদালত চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন।

তবে মিথ্যা মামলা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ নজরুল।