
গণপরিবহনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১৭তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিক্টর ক্লাসিকের ১০টি বাস ক্যাম্পাসের সামনে আটক করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১৭ মার্চ) বিকালে ভিক্টর ক্লাসিক বাসে উঠতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ভুক্তভোগী শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি গুলিস্তান থেকে বাসে উঠা সময় হেল্পার শরীরে বাজেভাবে স্পর্শ করে। পরে বাসে উঠে কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলে তখন তিনি জবাব না দিয়ে বিষয়টি মজা হিসেবে নেন।
তিনি আরও বলেন, এই সময় হেল্পার মুখ চেপে হাসছিল। কেউ কোনো প্রতিবাদ করছিল না। পরবর্তীতে আমি আমার বন্ধুদের গ্রুপে বিষয়টি জানাই।
ঘটনা জানাজানি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভিক্টর ক্লাসিকের ১০টি বাস আটক করে চাবি নিয়ে আসেন। শিক্ষার্থীরা জানায়, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান। এভাবে তাদের নারী শিক্ষার্থীর হয়রানি মানা যায় না।
ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী নাদিম বলেন, একজন বাস হেল্পারের সাহস কিভাবে হয় এভাবে প্রকাশ্যে কাউকে যৌন হয়রানি করার। বারবার ছাড় দেওয়া হয় বলে আমাদের শিক্ষার্থীরা হয়রানি, মারধরের শিকার হয়। এবার এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হককে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।