Image description

আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিল পন্ড করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৭ মার্চ মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোল্লাপাড়া জামে মসজিদের সামনে এই ইফতার  মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার পুর্ব নির্ধারিত মাহমুদপুর ইউনিয়নের ইফতার ও আলোচনা সভার আয়োজন করেন জামায়াত মাহমুদপুর ইউনিয়ন শাখা। 

ইফতার মাহফিলটি মোল্লাপাড়া মসজিদের সামনের আয়োজন করার জন্য প্যান্ডেল করা হয়। ইফতার মাহফিলে  লোকজন আসা  শুরু করলে ইফতারের ৪০ মিনিট আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর নির্দেশে উক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ১০/১৫  লোকজন নিয়ে এসে ইফতার মাহফিলে বাধা দেয় এবং লোকজন নিয়ে প্যান্ডেল খুলে নিয়ে যেতে বলে। এতে আতঙ্কিত হয়ে লোকজন চলে যায়। মাঠে ইফতার বাধা দিলে জামায়াত পরে মসজিদের ভিতর সংক্ষিপ্ত পরিসরে ইফতার শেষ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা।

আড়াইহাজারের দক্ষিণের সাবেক আমীর মোতাহার হোসেন বলেন, কোন কারণ ছাড়াই আমাদের ইফতার মাহফিল বাধা দেয়। এর আগেই বিএনপির নেতাকর্মী আমাদের ইফতারের বাধা দিয়েছিল। আমরা বিষয়টি থানার ওসিকে অবহিত করেছি।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে দেখব।