
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীত ভুলে যেতে হবে। নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষভাবে কাজ করবে এবং স্বচ্ছতা বজায় রাখবে।
রোববার (১৬ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন।
সিইসি বলেন, “উনারা (ইইউ) মূলত জানতে চেয়েছিলেন যে, আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কী রয়েছে। আমরা তাদেরকে আমাদের সব প্রস্তুতির বিষয়ে জানিয়েছি। তারা জানতে চেয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য বাজেট পরিস্থিতি কেমন, টাকা-পয়সার কোনো অসুবিধা আছে কিনা। আমরা বলেছি, বাজেট নিয়ে কোনো সমস্যা নেই। সরকারের কাছে আমরা বাজেট চেয়েছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। আমাদের কী প্রয়োজন তা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি যে, ইউএনডিপি ইতোমধ্যে একটি নিড অ্যাসেসমেন্ট করেছে। তারা একটি টিম পাঠিয়েছিল এবং তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। আগামী মাসে তারা একটি কর্মশালা আয়োজন করবে। সেখানে সিভিল সোসাইটি অংশ নেবে। তারা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চায়।”
সিইসি বলেন, “ইইউ আন্তর্জাতিক মানের একটি নির্বাচন দেখতে চায়। আমরা সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান। আমরাও একই লক্ষ্য নিয়ে কাজ করছি। নিরপেক্ষভাবে কাজ করব, এটি আমরা আগেও ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। আমাদের প্রতিদিনের কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলছি। আমাদের লুকানোর কিছু নেই। আমরা যা করছি, একদম স্বচ্ছতার সঙ্গে করছি। আশা করছি, সবার সহযোগিতায় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারব।”
সিইসি বলেন, “অতীতে যা হয়েছে তা ভুলে যান। এটি বর্তমান পরিস্থিতি। দয়া করে বর্তমানেই সীমাবদ্ধ থাকুন। অতীত নিয়ে পড়ে থাকলে এগোনো যাবে না। সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ।”
সিইসি আরও বলেন, “আমাদের ওপর আস্থা রাখুন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এটাই আমাদের অঙ্গীকার।”